ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ বর্ষের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে গতকাল প্রথম দিনে ৫ হাজার ৮১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯৫০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্য পদ রয়েছে।
 
নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আলাদা দুইজনসহ মোট ৩১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মোট ৫ হাজার ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সরকার সমর্থিত (সম্মিলিত আইনজীবীজী সমন্বয় পরিষদ) প্যানেলে সভাপতি পদে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক প্রাক্তন আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি  রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি অজিবউল্লাহ ও হোসনে আরা কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরু, সহসম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমার দেবুল দে, এ বি এম নূরে আলম উজ্জ্বল, হাসিনা মমতাজ, রুহুল আমিন তুহিন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুন্নবী উজ্জ্বল ও শেখ মো. মাজু মিয়া।

বিএনপি সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী মো. জয়নুল আবেদীন, সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে উম্মে কুলসুম বেগম (রেখা) ও ড.  মো. গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (রাজা) এবং সহসম্পাদক পদে কাজী জয়নুল আবদীন ও শামীমা সুলতানা (দীপ্তি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে লড়ছেন শেখ তাহসিন আলী, মো. এমাদুল হক, আয়েশা আক্তার, মো. আহসানউল্লাহ, মো. মুসাব্বির হাসান ভূঁইয়া (রোমান), মোহাম্মদ হাসিবুর রহমান ও মৌসুমি আখতার।

ওই দুটি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে অশোক কুমার ঘোষ ও মো. আবু এহিয়া দুলাল প্রার্থী হয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়