ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জঙ্গিদমনকে নাটক বলে জঙ্গিদের উৎসাহিত করা হচ্ছে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গিদমনকে নাটক বলে জঙ্গিদের উৎসাহিত করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : ‘যারা জঙ্গি দমন অভিযানকে নাটক বলে অভিহিত করেন, তারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জঙ্গিদের উৎসাহিত করছেন।’

মঙ্গলবার রাত ৮টায় ডিএমপির ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে এ কথা বলেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ সময় ফেসবুক লাইভে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াও ছিলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকে জঙ্গি অভিযানকে নাটক বলে অভিহিত করেন। এটা অনেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে করেন। এর মাধ্যমে কিন্তু জঙ্গিদের উৎসাহ দেওয়া হয়। তবে আমরা লক্ষ করেছি- কতিপয় ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি দমন অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তাদের সংখ্যা অনেক কম। আমরা তাদের শনাক্ত করেছি এবং অনেককে আইনের আওতায় এনেছি।’

তিনি আরো বলেন, ‘একটা সরকার যে কারো পছন্দ না হতে পারে। এজন্য জঙ্গি দমনের মতো বিষয়কে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।’

এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গি দমনের সময় এখন পর্যন্ত আমাদের ছয়জন অফিসার নিহত হয়েছেন। যারা এসবকে নাটক বলেন তারা জঙ্গিবাদকে উস্কানি দিচ্ছেন। জঙ্গি দমনসহ সব অপরাধ নিয়ন্ত্রণে আমরা কমিউনিটি পুলিশিং চালু করেছি। প্রতিটি থানায় বিট সিস্টেম চালু করেছি। ঢাকার ৪৯টি থানায় ২৮৭টি বিট চালু আছে। যেকোনো সমস্যা সমাধানে দ্রুত কাজ কাজ করা হচ্ছে। এ ছাড়া জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত উঠোন বৈঠক করা হচ্ছে। জঙ্গি দমনে জনমত তৈরি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ঢাকা মহানগরে যেন কোনো জঙ্গি থাকতে না পারে সেজন্য আমরা সিটিজেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করেছি। এর আওতায় ঢাকায় থাকা এ পর্যন্ত ১৬ লাখ ৮৪ হাজার ভাড়াটিয়া তাদের তথ্য দিয়েছেন। আমার সবার তথ্য সফটওয়ারে ইনপুট করছি। সেখান থেকে প্রত্যেকের জন্য একটি করে আলাদা ইনডেক্স নাম্বার  দেওয়া হবে।’ 

জঙ্গি অভিযানের সময় লাইভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘২০০৮ সালে যখন মুম্বাই হামলা হলো তখন মিডিয়ার লাইভ কাভারেজের জন্য সেই অভিযান শেষ করতে সময় লেগেছিল। সেখানে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। কারণ, লাইভ নিউজে জঙ্গিদের মাস্টারমাইন্ড অবজারভেশন করত- কোন জায়গায় পুলিশ আছে, কীভাবে আক্রমণ করা হবে ইত্যাদি। গত বছর যখন গুলশানে হলি আর্টিজানে হামলা হলো, তখন টেলিভিশনগুলো প্রথমে লাইভ দেখানো শুরু করেছিল। পরে আমাদের অনুরোধের ভিত্তিতে তারা তা বন্ধ করে দেয়। এর পরে গণমাধ্যমকর্মীরা আরো সতর্ক হয়ে যায়।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়