ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জঙ্গি আস্তানা’ থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গি আস্তানা’ থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ

বড়হাট এলাকায় ঘিরে রাখা বাড়ির আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

বুধবার সকাল থেকে তারা মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকার একটি দোতলা ভবন ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে একটি একতলা বাড়ি ঘিরে রাখেন। বড়হাট এলাকার ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল জানান, জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে বাড়ি দুটি ঘিরে ফেলে পুলিশ। দুটি বাড়িরই মালিক হচ্ছেন সাইফুল ইসলাম নামের একজন লন্ডন প্রবাসী। বড়হাট এলাকার বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় ও গ্রেনেড ছোড়া হয়। এ সময় বাইরে থেকে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর সদস্যরা যোগ দিয়েছেন।




রাইজিংবিডি/মৌলভীবাজার/২৯ মার্চ ২০১৭/হোসাইন আহমদ/উজ্জল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়