ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মেহেদির কাছে বাকিদের তথ্য : পুলিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেদির কাছে বাকিদের তথ্য : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : বনানী থেকে নিখোঁজ চার যুবকের মধ্যে বরিশালের মেহেদি হাসান দীর্ঘদিন পর ফিরে এসেছে। তার দেওয়া তথ্যে বাকি তিনজনের অবস্থান জানা যাবে বলে আশা করছে পুলিশ।

বুধবার রাতে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী রাইজিংবিডিকে বলেন, ‘থানার জিডির তদন্ত এখনো চলছে। এরই মধ্যে মেহেদি ফিরে এসেছে। এ কারণে বাকিদের ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য বরিশাল যাবে পুলিশ। আশা করা হচ্ছে, মেহেদির দেওয়া তথ্যে বাকিদের কী অবস্থা তা জানা যাবে।’

রাইজিংবিডির প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘আমাদের উদ্দেশ্য সে এতদিন কোথায় ছিল এবং বাকিরা কোথায় আছে সে ব্যাপারে তথ্য জানা। কেননা তারা চারজন নিখোঁজ হওয়ার পর তাদের অবস্থান জানা যায়নি।’

উল্লেখ্য,  ১ ডিসেম্বর রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে রেস্তোরাঁয় মেহেদি হাসান ও একই গ্রামের তার বন্ধু সুজন ঘরামীসহ চার যুবক খেয়ে বের হয়। এরপর থেকেই নিখোঁজ হয় তারা। সিসিটিভি ফুটেজেও তাদের সর্বশেষ ক্যাফেতে কথা বলতে দেখা যায়। মেহেদি হাসান বরিশাল বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষবর্ষের ছাত্র ও বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর নয়ঘর গ্রামের জাহাঙ্গীর আলম হাওলাদারের ছেলে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়