ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : সঠিক তদারকি না করা ও অসদাচরণের অভিযোগের প্রমাণ মেলায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে পুলিশের তদন্ত কমিটি।

এরা হলেন- গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মানস কুমার পোদ্দার, বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী ও পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন।

বনানীর রেইন ট্রি হোটেলে ধর্ষণের মামলার ঘটনায় দুই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কমিশনারের কাছে এ প্রতিবেদন দেয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মামলা নিতে গাফিলতির প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু ব্যত্যয় হয়েছে। বড় ধরনের কিছু না হলেও আইনের মাইনর কিছু ব্যত্যয় হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। আর দু’একজনের দায় পুরো পুলিশের ওপর বর্তায় না।’

উল্লেখ্য, ২৮ মার্চ রাতে রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ৪ মে বনানী থানায় মামলা করতে যান। তবে পুলিশ দু’দিন পর মামলা নেয়। থানা পুলিশ তরুণীদের হয়রানি করেছে বলে অভিযোগ ওঠে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়