ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবানবন্দি শেষে কারাগারে নাঈম আশরাফ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবানবন্দি শেষে কারাগারে নাঈম আশরাফ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার অন্যতম আসামি নাঈম আশরাফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সাত দিনের রিমান্ড শেষে নাঈম আশরাফকে বৃহস্পতিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি। নাঈম আশরাফ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

নাঈম আশরাফকে গত ১৭ মে রাতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ওই ঘটনায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফ গত ১৮ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেনও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর সাফাতের দেহরক্ষি রহমত আলী রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়