ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে ইলেক্ট্রিক-আইটি পণ্যের গোডাউনে অভিযান

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ইলেক্ট্রিক-আইটি পণ্যের গোডাউনে অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলে নকল ইলেক্ট্রিক ও আইটি পণ্য মজুদকারী একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুলের এক নম্বর গলিতে সততা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ওই গোডাউনে স্যামসাং, এইচপি, লেনেভো, ক্যাননসহ বিদেশি বিভিন্ন ইলেক্ট্রিক ও আইটি নকল পণ্য মজুদ ছিল। এখান থেকেই তারা তা সারাদেশে বাজারজাত করতো।

তিনি বলেন, এসব পণ্য গ্রাহক হাতে নিয়ে আসল না নকল তা বুঝতে পারবে না। সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যারা এসব পণ্য মজুদ করেছেন তারা স্বীকার করেছেন যে, এসব পণ্য নকল।

নকল পণ্য রাখার দায়ে গোডাউন মালিক সাইফুল হককে (৩৫) দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়