ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাস্কর্য অপসারণ

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক : ভাস্কর্য সরানো নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করে। শনিবার দুপুরে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মারুফ হোসেন সরদার জানান, পুলিশের কাজে বাধা ও সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও  অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এখন মামলাটি তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হবে।

প্রসঙ্গত, হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরানো হয়। ভাস্কর্য সরানোর প্রতিবাদে শুক্রবার মিছিল করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/মাকসুদ/উজ্জল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়