ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রিজভীসহ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি ২০ সেপ্টেম্বর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিজভীসহ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : নাশকতার একটি মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন রুহুল কবির রিজভীসহ কয়েক আসামি আদালতে হাজির হতে পারেননি। তাদের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির আবেদন মঞ্জুর করে শুনানির জন্য নতুন এ তারিখ ঠিক করেন।

শুনানিকালে এ মামলায় জামিনে থাকা আসামি বিএনপি নেতা এম কে আনোয়ার, আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, শওকত মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন।

মতিঝিল থানাধীন সাদেক হোসেন খোকা রোডের সাজেদা টাওয়ারের সামনে রাস্তার ওপর নাশকতা করার অভিযোগে ৭৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ২০১৫ সালের ২৫ জানুয়ারি এএসআই আব্দুল্লাহ আল মামুন মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের পর ২০১৬ সালের ৩১ মার্চ মতিঝিল থানার এসআই মো. জামাল হোসেন ৮৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন আক্তার, শফিউল বারী বাবু, আজিজুল বারী হেলাল, মীর শরাফাত আলী সফু ও লতিফ কমিশনার।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিল থানাধীন সাদেক হোসেন খোকা রোডের সাজেদা টাওয়ারের সামনে রাস্তার ওপর আসামিরা ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করার জন্য তিতাস গ্যাসের স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা আরো ত্রাস সৃষ্টির জন্য রাস্তার ওপর দুই/তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।




রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়