ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে।

লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। তবে সকাল থেকে লেনদেনে গতি রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ০৪৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/আশিক/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়