ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাহজালালে সোনা ও সিগারেট জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে সোনা ও সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৮৬৭ গ্রাম সোনা ও ২০৪ কার্টন সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সোনার বাজার দাম প্রায় ৪৩ লাখ টাকা।

বৃহস্পতিবার এসব পণ্য জব্দ করা হয়। ঢাকা কাস্টমসের যুগ্মপরিচালক সোহেল রহমান রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।



কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদে বিজি-০৮৭ ফ্লাইটে সকালে মালয়েশিয়া থেকে আগত যাত্রী মো. বিপ্লব হোসেনের লাগেজ স্ক্যান করে সোনা বহনের চিত্র পাওয়া যায়। এরপর লাগেজ তল্লাশি করে ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে কৌশলে পাইপের ভিতরে লুকায়িত ৬২টি সোনার বারের টুকরা যার মোট ওজন ৭৬৮ গ্রাম এবং ১৩টি আংটি ও চেইন যার ওজন ৯৯ গ্রাম পাওয়া যায়।

একই দিনে দ্বিতীয় ঘটনায় ওই ফ্লাইটের লাগেজ ডেলিভারি পর্যায়ে ৫ নম্বর বেল্ট হতে পরিত্যক্ত অবস্থায় মোট ২০৪ কার্টন ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, কাস্টমস এর তৎপরতা টের পেয়ে পাচারকারী চক্র লাগেজ দুটি ফেলে পালিয়ে যায়।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়