ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে কথিত ৫ সাংবাদিক গ্রেপ্তার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদাবাজির অভিযোগে কথিত ৫ সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগে একটি বিয়ে বাড়িতে চাঁদাবাজির অভিযোগে কথিত পাঁচ সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। যাচাই-বাছাই শেষে শুক্রবার বিকেলে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা (নং-১৮) দেন পাত্রীর বাবা রাইসুল ইসলাম। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-  মোরসালিন আহম্মেদ ওরফে অপু (৩০), ডা. মিরু ফরিদ (৫৪), সিরাজুল ইসলাম (৩২), রানা আহম্মেদ (২৮) এবং রবি আহম্মেদ (৩৪)। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকেই জাতীয় গোয়েন্দা সংবাদ নামের একটি পত্রিকার সাংবাদিক দাবি করেছেন। এদের মধ্যে মোরসালিন নিজেকে ওই পত্রিকার প্রধান প্রতিবেদক বলে পরিচয় দিয়েছেন।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোত্তাকিন জানান, বিয়ে বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়