ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পুলিশ ইউএনওকে হাতকড়া পরায়নি’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুলিশ ইউএনওকে হাতকড়া পরায়নি’

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে বরগুনার ইউএনও গাজী তারিক সালমনকে গ্রেপ্তার করেনি পুলিশ। একই সঙ্গে তাকে হাতকড়াও পরানো হয়নি বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার রাতে পুলিশ সার্ভিসের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানায়, ইউএনও যে ভোগান্তির শিকার হয়েছেন তা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। পুলিশ তার প্রতি পূর্ণ সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছে। এ বিষয়ে কোনো থানায়ই কোনো মামলা হয়নি এবং পুলিশ ইউএনওকে গ্রেপ্তারও করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কথিত অবমাননার অভিযোগে অভিযোগকারী বিজ্ঞ আদালতে দণ্ডবিধি ৫০১ ধারায় সিআর মামলা নম্বর ৪২৭/১৭ দায়ের করেন। সিআর মামলা রুজু করলে আদালত থেকে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সমনের পরিপ্রেক্ষিতে তারিক সালমন আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন। এক্ষেত্রে কোনো পর্যায়েই পুলিশের কোনো ভূমিকা রাখার অবকাশ ছিল না।

ইতোমধ্যে এ ঘটনায় ৬ পুলিশের সদস্যকে প্রত্যাহার করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/মাকসুদ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়