ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অবৈধ সম্পদ অর্জন : মামলায় ফাঁসছেন পল্লী বিদ্যুতের জিএম

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ সম্পদ অর্জন : মামলায় ফাঁসছেন পল্লী বিদ্যুতের জিএম

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর (নাটোর) মহাব্যবস্থাপক নিতাই কুমার সরকারের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। শিগগিরই মামলা দায়ের করা হবে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে  জানিয়েছেন।

অভিযোগ বিষয়ে দুদক সূত্র জানায়,  অনুসন্ধানে নিতাই কুমার সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করে দুদক। এরপর ২০১৬ সালের ৫ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক।

সূত্র আরো জানায়, সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে  ২২ লাখ ৮৮ হাজার ৮৬ টাকার  অবৈধ সম্পদ পায় দুদক। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৩ লাখ ৭১ হাজার  ৮২০ টাকার সম্পদের মধ্যে ২২ লাখ ৮৮ হাজার ৮৬ টাকার সম্পদ ছিল জ্ঞাত আয়-বহির্ভূত।

অনুসন্ধানে প্রমাণিত হওয়ায়  তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায়  মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়