ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘নিহত দুজন এএসপি মিজানুর হত্যায় জড়িত’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিহত দুজন এএসপি মিজানুর হত্যায় জড়িত’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই যুবক এএসপি মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তারা পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকালে ডিবির পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল রাইজিংবিডিকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এএসপি মিজানুর হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ওই ঘটনায় আর কারা জড়িত তাদের তথ্য এবং ছবি বেরিয়ে আসে। জাকির ও মিন্টুকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। রূপনগরে বন্দুকযুদ্ধে তারা দুজনই নিহত হয়েছে।’

পুলিশ জানায়, বুধবার ভোরে রূপনগর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পাশে ছিনতাইকারী দল জড়ো হচ্ছে, এমন গোপন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অন্য ছিনতাইকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুই ছিনতাইকারী এএসপি মিজানুর হত্যার ঘটনার সন্দেহভাজন আসামি ছিল।’

উল্লেখ্য, ২১ জুন সকালে রাজধানীর রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে গলায় কাপড় পেঁচানো অবস্থায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারের মরদেহ পাওয়া যায়। তিনি হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়