ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে তীব্র ভাঙন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে তীব্র ভাঙন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ২ কিলোমিটার দক্ষিণের গাইড বাঁধে যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে কালিহাতী উপজেলার গরিলা বাড়ি নামক স্থানে বাঁধে ভাঙন শুরু হয়। ভাঙনের ফলে হুমকির মুখে রয়েছে সেতু এলাকার ৮ থেকে ৯টি গ্রাম।

কালিহাতী উপজেলার দক্ষিণ বেলটিয়া গ্রামের আবদুল আলিম, চাঁন মিয়া শিকদারসহ অনেকে অভিযোগ করেন, বাঁধের অংশ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধে ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজার মিটার বাঁধ নদী গর্ভে চলে গেছে।

জানা গেছে, ২০০৪ সালে বঙ্গবন্ধু সেতুর পূর্বে কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় কয়েকটি গ্রাম রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বাঁধ তৈরির ১৪ বছর পর কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেতুর গাইড বাঁধ ভেঙে যাচ্ছে। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন হোসেন বলেন, ‘সেতুর দক্ষিণের গাইড বাঁধের অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতু হুমকিতে রয়েছে।’

এর আগে গত শনিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম আলী জানিয়েছিলেন, মূল সেতুর বাইরে ধসের ঘটনা ঘটেছে। রাস্তা ভেঙে যায়নি। ধসের অংশটুকু সেতুর মধ্যে পড়ে না।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২২ আগস্ট ২০১৭/শাহরিয়ার সিফাত/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়