ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৮২ শিক্ষকের এমপিও প্রদান প্রশ্নে হাইকোর্টের রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮২ শিক্ষকের এমপিও প্রদান প্রশ্নে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ৮২ জন শিক্ষককে কেন এমপিও প্রদান করা হবে না- তার কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

তিনি বলেন, এনটিআরসিএ  থেকে নিবন্ধন পাওয়া বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ৮২ জন শিক্ষক সব শর্ত পূরণ থাকা সত্বেও এমপিও পাচ্ছেন না। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের শিক্ষক আহসান হাবিব, জামালপুরের আব্রাহাম সরকার, বরগুনার সোনিয়া আক্তারসহ ৮২ শিক্ষক হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে আদালত আজ বিষয়টি নিয়ে এ রুল জারি করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়