ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল। পাঁচ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রানার-আপ হয়। অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল দল। দলের সবাই সুস্থ্য আছে। বাংলাদেশে ফিরে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড় ও কর্মকর্তাগণ।

নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ চার ম্যাচের তিনটিতে জিতে রানার-আপ হয়। বাংলাদেশ একমাত্র ভারতের কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায়। বাংলাদেশ তাদের চতুর্থ ও শেষ ম্যাচে মালদ্বীপকে হারায় ১০৭-৫২ পয়েন্টের ব্যবধানে। নিজের প্রথম ম্যাচে ভুটানকে ১১৭-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে হারায়। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৮৩-৬৪ পয়েন্টে হেরে যায়। তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে হারায় ৬৮-৫৬ পয়েন্টের ব্যবধানে।

টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ভারত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মালয়েশিয়ায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ফিবা অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়