ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পটুয়াখালীর কিছু গ্রামকে শহর এলাকা হিসেবে ঘোষণা কেন অবৈধ নয়

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীর কিছু গ্রামকে শহর এলাকা হিসেবে ঘোষণা কেন অবৈধ নয়

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ও জৈনকাঠি ইউনিয়নের কিছু অংশকে শহর এলাকা হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, পটুয়াখালীর ডিসি, এডিসি, পটুয়াখালী পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী ইশরাত হাসান বলেন, `পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি, ইটবাড়ীয়া ও কালিকাপুর ইউনিয়ের কয়েকটি মৌজাকে পটুয়াখালী পৌরসভায় অন্তর্ভূক্ত করা হয়। ২০১৬ সালের ২১ নভেম্বর ওই মৌজাগুলোকে শহর এলাকা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

উক্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইটবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক, জৈনকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মো: ফিরোজ আলম ও জৈনকাঠি ইউনিয়নের বাসিন্দা মো: মাইনুল ইসলাম। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ রুল জারি করেন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়