ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গিবাদে অর্থায়ন : ১১ জন রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদে অর্থায়ন : ১১ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে রাজশাহী মহানগরীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাহিদুদ্দোজা মিঞা ওরফে নাহিদসহ গ্রেপ্তার ১১ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- হেলাল উদ্দিন, আল আমিন, ফয়সাল ওরফে তুহিন, মঈন খান, আমজাদ হোসেন, তাজুল ইসলাম, জাহেদুল্লাহ, আল-মামুন, আল-আমিন ও টলি নাথ।

গত শনিবার ভোরে ঢাকা, রাজশাহী ও খুলনার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করে র্যাকব-৪ এর অপারেশন দল।

পরদিন রোববার মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

তবে ওই দিন মামলার সিডি (কেস ডকেট) না থাকায় আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন আজ সোমবার ধার্য করেন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়