ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছিনতাইকারী চক্রের মূলহোতা জীবন গ্রেপ্তার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিনতাইকারী চক্রের মূলহোতা জীবন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থানা এলাকার টিকাটুলিকেন্দ্রীক ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. জীবন হোসেন ওরফে লিটুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন রূপসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান বলেন, তালহা খুনে জড়িত থাকার বিষয়ে এলাকার ছিনতাইকারী লিটুসহ বেশ কয়েকজনের নাম গণমাধ্যমে উঠে আসে। র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে। তালহা খুনের পর ছিনতাইকারী লিটু গা-ঢাকা দিয়েছিল। র‌্যাব-৩ এর গোয়েন্দা টিম তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারে সমর্থ হয়।

তিনি বলেন, তালহা খুনে লিটু জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিটু ছাড়াও এলাকায় আর কারা কারা ছিনতাই কাজে জড়িত তা তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গত ৮ অক্টোবর টিকাটুলিতে নিজ বাসার গলিতে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা (২২)।



রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৭/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়