ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাস্তায় সন্তান প্রসব : দোষীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় সন্তান প্রসব : দোষীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : তিনটি হাসপাতাল ঘুরে কর্তৃপক্ষের অবহেলার কারণে পারভীন নামের এক নারীর রাস্তায় সন্তান প্রসব ও নবজাতক মারা যাওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ১৫ দিনের মধ্যে এই ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও আজিমপুর মাতৃসদনের সুপারিনটেনডেন্টকে বলা হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

স্বাস্থ্যসচিব, পুলিশের আইজি ও সমাজকল্যাণসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়