ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্ত্রীর মামলায় নৌকর্মকর্তার বিচার শুরু

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীর মামলায় নৌকর্মকর্তার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আলম খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে বিচারক আগামী ১৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

ওই সময় কাঠগড়ায় দাঁড়ানো আসামি তানভীর আলম খান নিজেকে নির্দোষ দাবি করলে বিচারক সাক্ষ্যগ্রহণের এ দিন ঠিক করেন। 
 

তানভীর আলম খানের স্ত্রী গত জুনে স্বামীর বিরুদ্ধে এ মামলা করেন। গত ২৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তানভীর আলম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন পান তানভীর আলম খান।

মামলায় অভিযোগ করা হয়, বাদীর পৈত্রিক সূত্রে পাওয়া ফ্ল্যাট ও গাড়ি তানভীর আলম খানের নামে লিখে দিতে এবং ৫০ লাখ টাকা যৌতুক দিতে নির্যাতন চালানো হচ্ছিল। যৌতুক ও বাড়ি-গাড়ি লিখে না দেওয়ায় গত বছরের ১৪ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তানভীর আলম খান এবং তার মা-বাবা মারধর করলে বাদী অজ্ঞান হয়ে পড়েন। পরের দিন তিনি তার বাবা-মায়ের সাহায্য নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০১৬ সালের ১৫ অক্টোবর একই কারণে তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরে উভয় পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় আসামিরা ক্ষমা চেয়ে বাদিনীকে ঘরে ফিরিয়ে নেন। কিন্তু তাতেও ফল না হওয়ায় এই নারী আলাদা বাসায় উঠেছিলেন। তানভীর আলম খান সেখানে গিয়ে গত বছরের ২৫ জুন ফের যৌতুকের দাবিতে তাকে মারধর করেন। এরপর এই নারী নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালে মামলা করলে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে তদন্তের আদেশ দেন বিচারক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিচারক মামলা আমলে নিয়ে তানভীর আলম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়