ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিআইডি কর্মকর্তা মেসবাহ উদ্দিনকে হাইকোর্টে তলব

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিআইডি কর্মকর্তা মেসবাহ উদ্দিনকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক : কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এক ব্যবসায়ীকে সিআইডি অফিসে আসার নোটিশ দেওয়ার অভিযোগে সাতক্ষীরা জেলার সিআইডির পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৫ নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ওই নোটিশের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারার অধীনে তদন্ত কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, আইজিপি, খুলনা বিভাগীয় সিআইডি প্রধানসহ মোট ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারী মাছ ব্যবসায়ী আব্দুস সামাদ গাজীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।



রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়