ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কী কারণে নিখোঁজ সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কী কারণে নিখোঁজ সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে

মাকসুদুর রহমান : একে একে নিখোঁজ হচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ। নিখোঁজের এ তালিকা দীর্ঘ হলেও তারা কোথায় তা নিশ্চিত করে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা স্বজনেরা জানতে পারছেন না। তবে নিখোঁজদের অবশ্যই বের করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক রাইজিংবিডিকে বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। একই সঙ্গে যারা নিখোঁজ রয়েছেন তাদেরও খুঁজে বের করা নৈতিক দায়িত্ব। তারই অংশ হিসেবে যারা নিখোঁজ হয়েছেন এর পেছনের কারণ কী, কী কারণে তারা নিখোঁজ হচ্ছেন- তার সব কিছুই দেখা হচ্ছে। আশা করছি সেক্ষেত্রে তারা শিগগিরই ফিরেও আসতে পারেন।’

অভিযোগ আছে, নিখোঁজদের কাউকে কাউকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে? এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘এটা সম্ভব না, কেননা বিনা অপরাধে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায় না। তারপরও তদন্ত চলছে। তদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে।’

রোববার দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের বনশ্রীর বাসায় গিয়ে দেখা যায়, ছেলের চিন্তায় কাতর হয়ে গেছেন বাবা-মা। সিজারের কথা মনে হলেই চোখ দিয়ে পানির ঝরছিল বাবা মোতাহার হোসেনের। তাদের সান্ত্বনা দিচ্ছিলেন সিজারের চাচা মঞ্জুর হোসেন।

আলাপচারিতায় তিনি রাইজিংবিডিকে বলেন, ‘গণতন্ত্র, রাজনৈতিক সহিংসতা, মৌলবাদ, ধর্ম ও অসাম্প্রদায়িকতা নিয়ে গবেষণা করেন সিজার। ধর্ম ও ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়, ধর্ম চর্চা কীভাবে করতে হবে, সে সম্পর্কেও গবেষণা করতেন। এ কারণে কোনো গোষ্ঠীর বিরাগভাজনও হলে হতে পারেন। এর বাইরে তাকে কেউ তুলে নেবে বা ধরে নিয়ে যাবে তেমন কিছুতো হওয়ার নয়। কেননা ও খুব ভিতু প্রকৃতির ছেলে।’

সরকারের একটি গোয়েন্দা সংস্থা বেশ কয়েকজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে জোরালোভাবে কাজ করছে। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের খবরদারিও রয়েছে। হাই-প্রোফাইল এসব ব্যক্তির মধ্যে মোবাশ্বর হাসানও রয়েছেন।

গোয়েন্দারা জানান, গত মঙ্গলবার সকাল ৭টায় দক্ষিণ বনশ্রীর বাসা থেকে বের হন সিজার। সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার পর দুপুরে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান। এর পর থেকে সিজার নিখোঁজ রয়েছেন। এর আগে সাংবাদিক উৎপল দাস মতিঝিল থেকে নিখোঁজ হন। রহস্যজনকভাবে এখনো নিখোঁজ আছেন ব্যবসায়ী সাদাত আহমেদ। এর আগে সরকারি কর্মকর্তা ইকবাল মাহমুদ, খিলগাঁওয়ের বিএনপি নেতা তারেক সালমানসহ আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্বজনেরা অভিযোগ করছেন। কাউকে কাউকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এর মধ্যে সাত মাস পর ইকবাল ফিরে আসেন। এছাড়া রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজনের নিখোঁজের কারণ বের করতে সার্বক্ষণিক কাজ চলছে বলে দায়িত্বশীল এক গোয়েন্দা কর্মকর্তা জানান। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত শিক্ষক সিজারের কোনো তথ্য পাওয়া যায়নি বলে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়