ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নওগাঁ থেকে পাঁচ জেএমবি সদস্য গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁ থেকে পাঁচ জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ থেকে নব্য জেএমবির পাঁচ আত্মঘাতী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদে আত্রাই থানার নওদুলী গ্রামে নব্য জেএমবি দাওয়াত বিভাগের সমন্বয়ক মো. আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিকের বাড়িতে অভিযান পরিচালনা করে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় কবিরাজ ওরফে রফিক, মো. লুলু সরদার ওরফে শহীদ ওরফে মিস্ত্রি, মো. মাসুদ রানা ওরফে হোসেন ওরফে আতিক, মো. আ. রাজ্জাক ওরফে মাসুম ওরফে বাবুল ও মো. মোয়াজ্জেম ওরফে হোসেন ওরফে বুলেটকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নব্য জেএমবির সামরিক ও আত্মঘাতী দলের সক্রিয় সদস্য।



রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়