ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অভিজিৎ হত্যার সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিজিৎ হত্যার সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন জঙ্গি মোজাম্মেল হুসাইন ওরফে সায়মনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। উত্তরার বাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার রাতে বাউনিয়া বাদালদি রোড এলাকা থেকে সায়মনকে গ্রেপ্তার করা হয়েছে। সায়মনের সাংগঠনিক নাম শাহরিয়ার। তিনি আনসার আল ইসলামের ইনটেলিজেন্স (গোয়েন্দা শাখা) এবং মিডিয়া উইংয়ের প্রধান। অভিজিৎ রায় হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।’

পুলিশ জানায়, পলাতক জঙ্গি নেতা জিয়ার নির্দেশে অভিজিৎ হত্যাকাণ্ডে অংশ নেন সায়মন। এ ছাড়াও জুলহাস-তনয়, ব্লগার নিলাদ্রী নিলয় ও লেখক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। সায়মন বিভিন্ন ওয়েবসাইট ও পেইজে আনসার আল ইসলামের সব হত্যাকাণ্ডে দায় স্বীকার করে আসছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়