ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দুঃশাসনের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুঃশাসনের জন্য সরকারকে জবাবদিহি করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে ‘অপকর্ম ও দুঃশাসন’ চালাচ্ছে অভিযোগ করে ভবিষ্যতে এর জবাবদিহিতার হুমকি দিয়েছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক বিবৃতিতে বলেন, ‘মানুষের ভোটের অধিকারকে তুচ্ছজ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। বর্তমান সরকারকে তাদের সব অপকর্ম ও দুঃশাসনের জন্য জনগণের কাওছ জবাবদিহি করতেই হবে।’

ভোলা জেলার মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় শামসুদ্দিন বাচ্চুর জামিন বাতিল করেছে। তাকে কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’

মির্জা ফখরুল অবিলম্বে শামসুদ্দিন বাচ্চুর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়