ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অলিম্পিকের এমডি পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অলিম্পিকের এমডি পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তার জামিন মঞ্জুর করেন।

এর আগে পঙ্কজ রায়কে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।

পঙ্কজ রায়ের পক্ষে তার আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব এবং শেখ আবু সাঈদ জামিন চেয়ে শুনানি করেন। আর দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার রাত থেকে দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

পঙ্কজ রায়ের বিরুদ্ধে গতকাল রোববার রমনা মডেল থানায় মানিলন্ডারিং আইন ও দুদক আইনে মামলা করে দুদক। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ২২ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এর মধ্যে দুদকের অনুসন্ধানে সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়