ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবসরপ্রাপ্ত এএসপির দুই বছর কারাদণ্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবসরপ্রাপ্ত এএসপির দুই বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত এএসপি আব্দুল খালেক ভূঁইয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক জালাল উদ্দিন আহাম্মদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আব্দুল খালেক ভূঁইয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আব্দুল খালেক রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় একটি ছয় তলা বাড়ি নির্মাণ করেন। ছেলের নামেও ১০ তলা বাড়ি নির্মাণ করেন।

এরপর ২০১৪ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন তার সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিস জারি করে। তিনি হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান একটি মামলা দায়ের করেন। এরপর দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৬ সালের ৩ নভেম্বর আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচারকাজ চলাকালে ছয়জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়