ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরীক্ষা টার্গেট করে গড়ে উঠেছে জালিয়াত চক্র

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষা টার্গেট করে গড়ে উঠেছে জালিয়াত চক্র

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা, মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা ও সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষাকে টার্গেট করে গড়ে উঠেছে জালিয়াত চক্র। এ চক্র ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে প্রশ্ন ফাঁস এবং উত্তর দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে শতাধিক শিক্ষার্থীকে। মঙ্গলবার সিআইডি পুলিশ এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছে।

রাজধানীর মালিবাগে সিআইডি সদরদপ্তরে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘প্রত্যেকটি পরীক্ষায় লেনদেন হয় ৪ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা। ১৪ নভেম্বর এ চক্রের হোতা এনামুল হক আকাশকে গাজীপুর ও নাবিদ আনজুম তনয়কে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ৭ ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির মূল হোতা নাভিদ আনজুম তনয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এই চক্র শুধু ঢাবি পরীক্ষায় নয়, ব্যাংকে নিয়োগ পরীক্ষা ও মেডিক্যালে ভর্তি পরীক্ষাতেও জালিয়াতির সঙ্গে জড়িত। এদের একজন আকাশ উন্মুক্ত বিশ্ববিদালয়ের এসএসসি পরীক্ষার্থী। তারা সবাই মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তর বলে দেয় এবং পরীক্ষার দিন সকালে কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।’
উল্লেখ্য, ২০ অক্টেবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে গোপন সংবাদের ভিত্তিতে অমর একুশে হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহীউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এরপর এই চক্রের সন্ধান মেলে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়