ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিচার বিভাগ নিয়ন্ত্রণে রাখতে রিভিউ : আইনজীবী সমিতি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচার বিভাগ নিয়ন্ত্রণে রাখতে রিভিউ : আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক : সরকার বিচার বিভাগ পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য বিচারপতিদের অপসারণ ক্ষমতাসংক্রান্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করেছে বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক দুই একটা পর্যবেক্ষণ থাকতেই পারে কিন্তু অ্যাটর্নি জেনারেল রায় বাতিলের জন্য ৯৪টি যুক্তি দেখালেন। আমাদের কাছে মনে হচ্ছে, এই সরকার বিচার বিভাগ পূর্ণ নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্তে এ কৌশল অবলম্বন করেছে। যে কারণে এই রায়ের পরে বিভিন্ন রকম অহেতুক ও অপ্রাসঙ্গিক বক্তব্য প্রদান করে রায়কে বিতর্কিত করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ষোড়শ সংশোধনীর রায় কোন ব্যক্তির নয় এটা আপিল বিভাগের সর্বসম্মত রায়। আমরা বিশ্বাস করি যে, সাতজন বিচারপতি রায় দিয়েছেন তার মধ্যে আপিল বিভাগে পাঁচ বিচারপতি এখনো আছেন। তারা তাদের পূর্ববর্তী রায়ের আলোকে রিভিউ আবেদন বাতিল করবেন।

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপিপন্থী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়