ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবুধাবিতে ফিরছেন সেরেনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবুধাবিতে ফিরছেন সেরেনা

ক্রীড়া ডেস্ক: সন্তান জন্মের প্রায় চার মাস পর আবারও টেনিস কোর্টে ফিরছেন মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। আবুধাবিতে মুদাবালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে টেনিসের প্রত্যাবর্তন হচ্ছে তার। আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোর্টে নামেননি সেরেনা। পেটে বাচ্চা নিয়েই নিজের সেরাটা জানান দিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলে ২৩তম শিরোপা হাতে নেন তিনি। গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন ৩৬ বছর বয়সী আমেরিকান ললনা।

এবার সেরেনার লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ধরে রাখা। তার প্রস্তুতিতে খেলবেন আগামী সপ্তাহে। চ্যাম্পিয়নশিপের ওয়েবসাইটে জানান, ‘সেপ্টেম্বরে আমার মেয়ের জন্ম হওয়ার পর প্রথমবার আবুধাবির কোর্টে ফিরছি, খুব আনন্দ লাগছে।’

মুদাবালা চ্যাম্পিয়নশিপের দশম আসরে কোর্টে মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস ও ফ্রেঞ্চ ওপেন জয়ী ওস্তাপেঙ্কো। এতদিন এই প্রতিযোগিতায় শুধু ছেলেরা খেলতো। এবার প্রথম বারের মতো খেলতে যাচ্ছে মেয়েরা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়