ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বয়স্ক বন্দিদের তথ্য চেয়ে পাঁচ কারাগারে চিঠি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বয়স্ক বন্দিদের তথ্য চেয়ে পাঁচ কারাগারে চিঠি

নিজস্ব প্রতিবেদক : কারাগারে থাকা ৭৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের পাঁচটি কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। এই পাঁচ কারাগার হচ্ছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার পার্ট-১, ২, ৩ ও ৪।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু, কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সহকারী অ্যাটর্নি জেনারেল  টাইটাস হিল্লোল রেমা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারী আইনি সেবা নিশ্চিত করতে কাজ করছে। বিভিন্ন সূত্রে  জানা যায়, দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন মামলায় ৭৫ বছরের বেশি ব্যক্তিরা আটক রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার জন্য তথ্য প্রয়োজন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়