ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উচ্চতর প্রশিক্ষণ নিতে কেরালায় মেডিয়েশনের প্রতিনিধিদল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উচ্চতর প্রশিক্ষণ নিতে কেরালায় মেডিয়েশনের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির ১১ জন অ্যাক্রিডিটেড মেডিয়েটর উচ্চতর প্রশিক্ষণ নিতে ভারতের কেরালা রাজ্যে পৌঁছেছেন।

বৃহস্পতিবার  এই প্রতিনিধিদল ভারতে কেরালায় পৌঁছান বলে জানান মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা  অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।

আগামীকাল ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ভারতের কেরালা রাজ্যের কোচিন শহরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেডিয়েশন অ্যান্ড আরবিট্রেশন সেন্টারে মেডিয়েশন অ্যান্ড আরবিট্রেশনের ওপর উচ্চতর প্রশিক্ষণ হবে।

প্রতিনিধিদলে আছেন- অ্যাক্রিডিটেড মেডিয়েটর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মন্ডল, অ্যাডভোকেট আব্দুর রহমান জিবাল, অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান, ব্যারিস্টার নাসিম খান, অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর, ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম, অ্যাডভোকেট মো. মনজুর মোরশেদ, অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাডভোকেট নুসরাত জাহান ও অ্যাডভোকেট বীমেলেন্দু কৃষ্ণ রায়।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়