ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রেলে নিয়োগ দুর্নীতি: ডিজিসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেলে নিয়োগ দুর্নীতি: ডিজিসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়েতে অডিটর পদে অবৈধভাবে নিয়োগের অভিযোগে সিভিল অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও প্রতিষ্ঠানটির প্রাক্তন যুগ্ম মহাপরিচালক মো. নজরুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

গত বছরের ১০ মার্চ দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদি হয়ে চট্টগ্রামের কোতয়ালী থানায় মামলাটি করেছিলেন। তিনিই মামলার তদন্ত করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

মহাপরিচালক ছাড়াও নিয়োগ জালিয়াতির অভিযোগে যাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা এ বি এম মফিজুল ইসলাম, প্রাক্তন এডি (প্রশাসন) জি এম মামুনুর রশিদ (বর্তমানে রেলওয়ের উপ-পরিচালক), রেলওয়ের পূর্বাঞ্চলের ডিএফএ (পেনশন) এএফএমশহীদ উল্লাহ ও ডিএফএ মো. আনিসুল হক।

এছাড়া অবৈধভাবে নিয়োগ পাওয়া আসামিরা হলেন রেলের অডিটর (চট্টগ্রাম পাহাড়তলী) হোসনা আক্তার, ফারজানা সুলতানা (কমলাপুর), মো. নুরুল আমিন (দিনাজপুর), সাঞ্চিতা সাদেক (চট্টগ্রাম), অপুর্ব বিশ্বাস (রাজশাহী), জিএম আবুল কালাম( রাজশাহী), মো. মনিরুজ্জামান ও প্রদীপ কুমার সরকার (নীলফামারী)।

দুদক আরো জানায়, অডিটর পদে নিয়োগের অভিযোগে মামলার পর কমিশনের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তদন্ত করেন। পুর্ণাঙ্গ তদন্ত শেষে নিয়োগে জালিয়াতিসহ নানা অনিয়মের তথ্য প্রমানাদি পান তদন্ত কর্মকর্তা। ওইসব তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই তিনি তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেন। কমিশন ওই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। যেখানে চার্জশিটভূক্ত আসামিরা নিজেরা লাভবান হতে মোটা অংকের টাকা পেয়ে আটজনকে অডিটর কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।




রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়