ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১২০০ কোটি টাকার মাদক ও চোরাচালন পণ্য জব্দ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২০০ কোটি টাকার মাদক ও চোরাচালন পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : গত এক বছরে ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৪০ হাজার ৬০৮ বোতল বিদেশি মদ, ১৪ হাজার ১৪৬ লিটার বাংলা মদ, ৪৯ হাজার ৬৫০ ক্যান বিয়ার, ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৩৫৭ কেজি গাঁজাসহ অন্য মাদক ও চোরাচালন দ্রব্য।

অভিযানকালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৬৮৯ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ১১৪ বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়