ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাকির হাসানের মেইডেন ডাবল সেঞ্চুরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ২২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাকির হাসানের মেইডেন ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : ২০১৫ সালে জাকির হাসানের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এ পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪১ ইনিংসে ব্যাট করে করেছেন ১২৭৬ রান। যেখানে তার ৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১৩৭*।

গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরকে ছাড়িয়ে গিয়েছিলেন জাকির হাসান। ১৫৬ রান নিয়ে অপরাজিত থাকা জাকির আজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৯৫ বল খেলে ২৩টি চারের সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটা তার প্রথম ডাবল সেঞ্চুরি হলেও বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটি ৪৪তম ডাবল সেঞ্চুরি।

এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি আসরের প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন।

১৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিপিএলের পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়