ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সবুজবাগে মা-মেয়ের লাশ উদ্ধার: মামুনের স্বীকারোক্তি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবুজবাগে মা-মেয়ের লাশ উদ্ধার: মামুনের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামুন শান্তনার স্বামী ও শিশু মাহফুজার বাবা।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই মাহফুজুর রহমান আসামি মামুনকে আদালতে হাজির করেন। মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মাহানগর হাকিম খুরশীদ আলম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরখানের ময়লার ট্যাগ এলাকা থেকে মামুনকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত রোববার (২১ জানুয়ারি) শ্যালিকাকে নিয়ে ফেরার ছিলেন মামুন। পুলিশের ধারণা, ছোট বোনকে নিয়ে স্বামী পালিয়ে যাওয়ায় মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছিলেন শান্তনা।

মামলার এজাহার থেকে জানা যায়, গত রোববার সবুজবাগের আহমদবাগ এলাকার ৩৬/৩/সি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে মা শান্তনা বেগম (২৭) এবং তার মেয়ে মাহফুজার (২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শান্তনার স্বামী মামুন মিয়া সবুজবাগ এলাকায় ডিশ ও ইন্টারনেট সংযোগের কাজ করেন।

আসামি মামুনের সঙ্গে ছয় বছর পূর্বে শান্তনার পারিবারিকভাবে বিয়ে হয়।

এ ঘটনায় শান্তনার মা সালেহা বেগম বাদী হয়ে সবুজবাগ থানায় দণ্ডবিধি ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়