ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বইমেলায় যেকোনো মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বইমেলায় যেকোনো মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে’

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলায় বইয়ের মূল্য পরিশোধে বাংলা একাডেমির সঙ্গে বিকাশের চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একই সঙ্গে একুশে বইমেলা থেকে বই কেনার পর ক্রেতারা অনলাইন, মোবাইল কিংবা নগদে মূল্য পরিশোধ করতে পারবেন মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম. ফারুকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুই সপ্তাহের মধ্যে বাংলা একাডেমির চেয়ারম্যান, মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গত ১১ ফেব্রুয়ারি বইমেলায় বই কেনার পর মূল্য পরিশোধের ক্ষেত্রে বাংলা একাডেমির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়