ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেল-বেনজেমা-রোনালদো বনাম নেইমার-কাভানি-এমবাপে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেল-বেনজেমা-রোনালদো বনাম নেইমার-কাভানি-এমবাপে

ক্রীড়া ডেস্ক : আজ দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু। এই ম্যাচকে সামনে রেখে আলোচনা আর বিশ্লেষণে সরগরম ফুটবল বিশ্ব। ময়দানি লড়াইয়ে কারা এগিয়ে? শক্তিমত্তায়ই বা কারা?

রিয়ালের ফরোয়ার্ড লাইন বলতে বোঝায় রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে। রিয়াল মাদ্রিদের অনেক বড় বড় ও মহাগুরুত্বপূর্ণ জয়ের কারিগর এই ত্রয়ী। অন্যদিকে চলতি মৌসুমে নেইমার ও এমবাপে পিএসজিতে যোগ দেওয়ায় তাদের ফরোয়ার্ড লাইনেও যুক্ত হয়েছে নতুন পরাশক্তি। নেইমার দ্য সিলভা, এডিনসন কাভানি ও কালিয়ান এমবাপের পারফরম্যান্সে রীতিমতো উড়ছে পিএসজি। আজ বার্নাব্যুতে লড়াইটা হবে মূলত দুই ক্লাবের এই ছয় তারকার। চলুন তাদের গোলের পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে আসা যাক।

চলমান মৌসুমে নেইমার, কাভানি ও এমবাপের গোল :
২০১৭/১৮ মৌসুম : কাভানি-২৮+নেইমার ২৮+এমবাপে ১৫ = ৭১ গোল।

রোনালদো, বেল ও বেনজেমার গোলের পরিসংখ্যান :
২০১৭/১৮ মৌসুম : রোনালদো ২৪ + বেনজেমা ৭+ বেল ৯ = ৪০
২০১৬/১৭ মৌসুম : রোনালদো ২৫+ বেনজেমা ১৩+ বেল ৯ = ৪৭
২০১৫/১৬ মৌসুম : রোনালদো ৪০+ বেনজেমা ২৩+ বেল ১৪ = ৭৭
২০১৪/১৫ মৌসুম : রোনালদো ৪৩+ বেনজেমা ১৭+ বেল ১৬ = ৭৬
২০১৩/১৪ মৌসুম : রোনালদো ৩৩+ বেনজেমা ১৫+ বেল ১১ = ৫৯।

চলতি মৌসুমের শুরুটা বেনজেমা, বেল, রোনালদো ভালো না করলেও আস্তে আস্তে ফর্মে ফিরছেন তারা। অন্যদিকে দারুণ ছন্দে আছেন কাভানি, এমবাপে, নেইমাররা। তবে আজ মাঠেই প্রমাণ হবে কারা এগিয়ে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়