ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১২ হাজার ৩৪৫ কোটি টাকার ম্যাচ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ হাজার ৩৪৫ কোটি টাকার ম্যাচ

ক্রীড়া ডেস্ক : আজ বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই। এই ম্যাচে মাঠে নামছেন নেইমার, কাভানি, এমবাপে, রোনালদো, বেল ও বেনজেমাদের মতো দামি দামি তারকারা। অর্থের হিসেব করলে দুই দলের খেলোয়াড়ের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১.২ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ৩৪৫ কোটি ৬২ লাখ টাকা।

রিয়ালের স্কোয়াডে থাকা ২৩ জনের মোট মূল্য ৪৬৯ মিলিয়ন ইউরো। অন্যদিকে পিএসজির তিন ফরোয়ার্ডের (নেইমার, এমবাপে, কাভানি) মূল্যই ৪৬৬ মিলিয়ন ইউরো।

রিয়াল মাদ্রিদের সবচেয়ে দামি ১০ খেলোয়াড় :
১. ক্রিস্টিয়ানো রোনালদো- ৯৬ মিলিয়ন ইউরো
২. গ্যারেথ বেল- ৯১ মিলিয়ন ইউরো
৩. করিম বেনজেমা- ৩৫ মিলিয়ন ইউরো
৪. মাতেও কোভাসিস- ৩১ মিলিয়ন
৫. লুকা মদ্রিচ- ৩০ মিলিয়ন
৬. ইসকো- ৩০ মিলিয়ন
৭. টনি ক্রুস- ৩০ মিলিয়ন
৮. থিও হার্নান্দেজ- ২৮ মিলিয়ন
৯. সার্জিও রামোস- ২৭ মিলিয়ন
১০. দানি সেবালোস- ১৬.৫ মিলিয়ন।

পিএসজির সবচেয়ে দামি ১০ খেলোয়াড় :
১. নেইমার দ্য সিলভা- ২২২ মিলিয়ন ইউরো
২. কালিয়ান এমবাপে- ১৮০ মিলিয়ন
৩. এডিনসন কাভানি- ৬৫.৫ মিলিয়ন
৪. অ্যাঙ্গেল ডি মারিয়া- ৬৩ মিলিয়ন
৫. থিয়াগো সিলভা- ৪২ মিলিয়ন
৬. জাভিয়ের পাস্তোরে- ৪২ মিলিয়ন
৭. জুলিয়ান ড্রাক্সলার- ৪০ মিলিয়ন
৮. মারকুইনহোস- ৩১.৪ মিলিয়ন
৯. লাভিয়ান কুরজাওয়া- ২৫ মিলিয়ন
১০. উরি- ১৬ মিলিয়ন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়