ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যেভাবে কারাগার থেকে মুক্তি পাবেন খালেদা জিয়া

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেভাবে কারাগার থেকে মুক্তি পাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন পেলেও কারামুক্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে।

এখন জামিন আদেশে বিচারপতিদের স্বাক্ষরের পর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। তারপর এটি নিম্ন আদালতে যাবে। এদিকে খালেদার আইনজীবীরা একটি সার্টিফাইড কপি তুলে নিম্ন আদালতে বেইল বন্ড দাখিল করবেন। এরপর রিলিজ আদেশ কারাগারে পাঠাবেন আদালত। তারপর কারা কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে খালেদা জিয়াকে মুক্তি দেবেন।

এ বিষয়ে খালেদার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘দীর্ঘ এক মাসের বেশি কারাবাসের পর খালেদা জিয়া আজ জামিন পেয়েছেন। তার জামিনে মুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই। এখন বিচারপতিগণ আদেশে সই করার পর নিম্ন আদালতে যাবেন। নিম্ন আদালতে বেইল বন্ড দাখিলের পর ওই আদালত রিলিজ অর্ডার কারাগারে পাঠাবেন।’

তবে হাইকোর্টের এ জামিনের বিরুদ্ধে আপিলে আবেদন করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘আমরা জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলেও হাইকোর্টের আদেশ যাওয়ার পরে কারামুক্তির প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে না। তবে যদি চেম্বার আদালত জামিনের ওপর স্থগিতাদেশ দেন তাহলে মুক্তি আটকে ‍যাবে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়