ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আদেশ নজিরবিহীন, আমরা ব্যথিত’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আদেশ নজিরবিহীন, আমরা ব্যথিত’

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করে লিভ টু আপিল গ্রহণের আদেশকে নজিরবিহীন বলে অ্যাখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন। আদালতের এই আদেশে তিনি খুব মর্মাহত বলেও মন্তব্য করেন এই আইনজীবী।

সোমবার আপিল বিভাগ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আজকে জাতির উদ্দেশে বলতে চাই, এটা একটা অনভিপ্রেত আদেশ আজকে হলো, দেশের সর্বোচ্চ আদালত আজকে যে আদেশটি দিলেন, এতে আমরা খুব মর্মাহত হয়েছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি এটা নজিরবিহীন আদেশ হয়েছে। অতীতে ৫ বছরের সাজায় আপনারা যে জামিন দিলেন সেগুলোর এখন কী হবে? তার কোনো উত্তর আদালত দেননি। আমরা বলেছি (আদালতকে), অতীতের নজির বলে যে, জামিন আবেদনের শুনানিতে কখনো মেরিটে যায় না। আদালত আমাদের কথাও শুনলেন এবার। আগেরবার আমাদের শুনেননি। কিন্তু আজকে যে আদেশ দিলেন, আদেশে বললেন যে, উনারা সবাই মিলে এই আদেশটি দিয়েছেন। প্রথমে ২২ মে মামলাটি শুনানির জন্য দিন নির্ধারণ করলেন। পরে ৮ মে নির্ধারণ (রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল) করলেন।’

তিনি বলেন, ‘আমরা বুঝতেই পারলাম না, কী আদেশ দিলেন। আমি মাননীয় আদালতকে বললাম যে, মাননীয় আদালত হায়েস্ট কোর্ট অব দ্য কানন্ট্রি, লোকজন আসে আপনাদের কাছে বিচার পাওয়ার জন্য, বিচারপ্রার্থী মানুষরা জানতে চান, কী আদেশ দিলেন? কোন পরিপ্রেক্ষিতে লিভ গ্রহণ করলেন? সেটা তো কেউ জানল না। বারের পক্ষে আমার এটা জানার অধিকার আছে, বারের মেম্বারদের জানাবার অধিকার আছে। তখন আদালত বললেন, লিভের গ্রাউন্ড কী? আমরা এই সমস্ত কনভিকশন ইত্যাদি ইত্যাদি কনসিডার করে দিলাম। কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বললেন না, আমি তখন বললাম আমরা তো মেরিটে কোনো আরগুমেন্ট এখানে করিনি। তার কোনো সদুত্তর মাননীয় আদালত আমাদের দেননি।’

জয়নুল আবেদীন বলেন, দেশবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা মর্মাহত। আমরা ব্যথিত।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়