ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করবে দুদক

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সন্ধ্যায় দুদক আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘খুব শিগগিরই খালেদার সাজা বাড়াতে আপিল করা হবে।’

এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘খালেদা জিয়া ওই মামলায় মূল অপরাধী। কিন্তু অন্য আসামিদের তুলনায় তার কম সাজা হওয়ায় দুদক সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এ আবেদন দাখিল করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়