ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বিএনপি ৯ বছরে পারেনি, আগামী ৯ মাসেও পারবে না’

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি ৯ বছরে পারেনি, আগামী ৯ মাসেও পারবে না’

মুন্সীগঞ্জ সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গত নয় বছরে আন্দোলন করতে পারেনি। বাকি নয় মাসেও তারা আন্দোলন করতে পারবে না।’

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মুন্সীগঞ্জের মানুষের দুর্ভাগ্য, অতীতে এখানে অনেকেই ক্ষমতায় ছিল। এখানে প্রায় ১০০টি বেইলি ব্রিজ ছিল। শেখ হাসিনার সরকারের আমলে মুন্সীগঞ্জে অনেকগুলো বেইলি ব্রিজের কাজ ধরেছি। অর্ধেকের মতো করে ফেলেছি। বর্তমানে ২৯টি ব্রিজের নির্মাণ কাজ চলমান আছে। সামনের বছর বাকি যেগুলো আছে সেগুলোর কাজ চলবে। দুই অর্থবছরে এখানকার সব বেইলি ব্রিজকে কংক্রিটে নিয়ে এসেছি। যত দ্রুত মান ঠিক রেখে কাজ শেষ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকার ও পলিটিক্যাল কাজগুলো নিয়ে আমরা খুবই ব্যস্ত। বিএনপির রাজনীতি নেতিবাচক। ভুলের চোরাবালিতে আটকে গেছে। গত নয় বছরে যারা আন্দোলন করতে পারেনি, বাকি নয় মাসে তারা আন্দোলন করবে, এটি কেউই বিশ্বাস করবে না। বিএনপির অতীতের যে রাজনীতি, তাদের যে সহিংসতার রাজনীতি, এটি জনগণ প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি তখন ভেবেছিল সারা দেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়নি। বেগম জিয়া যখন জেলে গেলেন, সে সময় যারা আন্দোলন করতে পারেনি, নির্বাচনকে সামনে রেখে জনগণ যখন নির্বাচনের মুডে তখন বিএনপির আন্দোলনের ডাকে তারা সাড়া দেবে এটা দুঃস্বপ্নের নামান্তর।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সারা বাংলাদেশে কয়েকটি জায়গায় জনসভা করেছেন। এসব জনসভা বিশেষ করে ফখরুল সাহেবের বাড়ি ঠাকুরগাঁওয়ে মানুষের যে উপস্থিতি স্বাধীনতার পর এমন উপস্থিতি কখনো হয়নি। চাঁদপুরে সর্ববৃহৎ জনসভায় যে উপস্থিতি এতে প্রমাণ হয় আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে জনগণ। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তারা জানে আওয়ামী লীগ সরকার আসলে দেশে উন্নয়ন হবে। সড়ক ও ঘরে ঘরে বিদ্যুৎ কোনো আমলেই এমন হয়নি, এবার যেমন হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের ভুল-ত্রুটি হলে তা সংশোধনের মানসিকতা আমাদের আছে। চাঁদের মধ্যেও কলঙ্ক থাকে। আমাদের ভুল-ত্রুটি কিছু আছে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার। পদ্মা সেতুসহ সারা দেশে আমাদের উন্নয়নমূলক কাজ দৃশ্যমান বাস্তবতা। মানুষ চোখের সামনে উন্নয়ন দেখছে। বিএনপি বলুক কী কাজ তাদের আছে যা দেখে জনগণ তাদের নির্বাচনে জয়ী করবে! নির্বাচনে আসা না আসা বিএনপির অধিকার।’

 

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২ এপ্রিল ২০১৮/শেখ মোহাম্মদ রতন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়