ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বর্ষবরণের অনুষ্ঠানে ছিনতাইয়ের অপরাধে দুজনকে কারাদণ্ড

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ষবরণের অনুষ্ঠানে ছিনতাইয়ের অপরাধে দুজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাইয়ের অভিযোগে  দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-সোহেল রানা ও রাসেল আহমেদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলম।

সারোয়ার আলম রাইজিংবিডিকে বলেন, সাপুড়েরা সোহরাওয়ার্দী উদ্যানে সাপের খেলা দেখাচ্ছিলেন। এ সময় সোহেল রানা ও রাসেল আহমেদ তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

সারোয়ার আলম বলেন, বর্ষবরণকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের হয়রানি না হয় সেজন্য সারা দিন রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়