ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তল্লাশিতে নারাজ আমিরাতের সেনারা, সোমালিয়ায় আটকা বিমান

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তল্লাশিতে নারাজ আমিরাতের সেনারা, সোমালিয়ায় আটকা বিমান

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রশিক্ষণার্থী সেনাসদস্যদের বহনকারী একটি বিমান আটকে দিয়েছে সোমালিয়া সরকার। আমিরাতের সেনাদের ব্যাগ তল্লাশি করতে চাইলে তাতে আপত্তি জানানোর পর সোমালিয়া কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। এ নিয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

সোমালিয়ার সংবাদ মাধ্যম মারিগের এক প্রতিবেদনে শনিবার জানানো হয়, বোসাসো বিমানবন্দরে আমিরাতের সেনাদের ‘ভারী ব্যাগ’ সন্দেহ হলে স্ক্যান ও তল্লাশি করতে চান সোমালিয়ার কর্মকর্তারা। তবে আমিরাতের সেনারা তাতে নারাজ।

সংকট সমাধানে সোমালিয়ার স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড ও ইউএই এর মধ্যে এ নিয়ে আলোচনা চলছে বলে জানায় সংবাদমাধ্যমটি। তবে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

কয়েকদিন আগেই সোমালিয়া সরকার আবু ধাবি থেকে মোগাদিসু পৌঁছানো একটি বিমান তল্লাশি করে ১০ মিলিয়ন ডলার জব্দ করে। রয়্যাল জেট প্লেনের ওই ফ্লাইটে ওই অর্থ কয়েকটি অচিহ্নিত ব্যাগে পাওয়া যায়। ওই অর্থ কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল ও কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সোমালিয়া।

তথ্য : আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়