ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুদ্ধাপরাধ : প্রাক্তন এমপি খালেকসহ চারজনের বিচার শুরু

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুদ্ধাপরাধ : প্রাক্তন এমপি খালেকসহ চারজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর প্রাক্তন সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ইমাম বারীর (৬৬) সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, মুজাহিদুল ইসলাম শাহীন, আব্দুস সাত্তার পালোয়ান। পলাতক দুই আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম ই এইচ তামিম।

পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন রাইজিংবিডিকে বলেন, রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে আজকে এই মামলার বিচার কার্যক্রম শুরুর হলো।

এর আগে গত ৫ মার্চ আব্দুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত বছরের ১৯ মার্চ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। চার আসামির মধ্যে খালেক মণ্ডল গ্রেপ্তার, কমান্ডার আব্দুল্লাহ হেল বাকী শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বাকি দুই আসামি খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম পলাতক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়জনকে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়