ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কারান্তরীণ খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে কারাকর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না অভিযোগ করে দলটির নেতা রুহুল কবির রিজভী বিএনপি নেত্রীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া  বক্তব্যকে ‘ডাহা মিথ্যাচার’ বলেও এ সময় অভিহিত করেন দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘সরকারি মেডিক্যাল বোর্ড দেশনেত্রীকে অর্থপেডিক বেড দেওয়াসহ যেসব চিকিৎসার সুপারিশ করেছিল তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কারাগারে বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসাই হচ্ছে না। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা যেসব চিকিৎসা সেবা পেতেন সে সুযোগ থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন।’

‘মনে হচ্ছে এর পেছনে সরকারি কোনো গভীর চক্রান্ত রয়েছে। কারা কর্তৃপক্ষ ও সরকার যে ধরনের আচরণ করেছে এবং তার চিকিৎসা নিয়ে যে টালবাহানা করছে তাতে আমরা দেশনেত্রীর জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেলেও তার জামিন স্থগিত করাও ঐ চক্রান্তেরই অংশ।’

খালেদা জিয়ার চিকিৎসা ও অসুস্থতাকে আড়াল করতে সরকারের নানা ‘ফন্দিফিকির করছে’ অভিযোগ করে রিজভী অবিলম্বে তাকে নিজস্ব চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য আবারও জোর দাবি জানান।

গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারকে একদিন জবাব দিতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন চালিয়ে সরকার পতন ঠেকানো যাবে না। আাদলতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার, পুনঃগ্রেপ্তার, গ্রেপ্তার না দেখিয়ে আটক করে রাখাসহ অবিরাম নিষ্ঠুর পৈশাচিক নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।’

সম্প্রতি কোটা সংষ্কারের তিন নেতাকে চোখ বেধে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এই ঘটনা আইনের শাসনের চোখেই কালো কাপড় বাঁধার শামিল।’

রিজভী বলেন, ‘ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মুখে রাগান্বিত ও ক্ষুদ্ধ প্রধানমন্ত্রী কর্তৃক চাকরিতে সম্পূর্ণ কোটা প্রত্যাহার করে নেওয়া এক ভয়ঙ্কর দুরভিসন্ধির অংশ। এখন এই দুরভিসন্ধির বাস্তবায়ন শুরু হয়েছে আন্দোলনকারী ছাত্রদের ওপর সরকারের বিপজ্জনক আক্রমণের ছোবলের মধ্য দিয়ে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়